বাংলাদেশের রাজনীতি আজ ২ ভাগে বিভক্ত; একভাগ শুধুমাত্র এ সরকারের পতন এবং একটি নির্বাচন চায়। আর অন্যভাগ এ সরকারের পতন এবং রাষ্ট্রের সংস্কারের জন্য সংবিধান সভার নির্বাচন চায়। আমরা স্পষ্টতই দ্বিতীয় ভাগে।
বাংলাদেশের ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের এ শিক্ষাই দিয়েছে শুধুমাত্র এক দলের বদলে অরেক দল, এক সরকার বদলায়ে আরেক সরকার বসালেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। এমনকি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে সংবিধান সংশোধন করেও সংশোধিত সেই অধিকার ধরে রাখা যায় না।
তাই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র চালানোর আইন-কানুন এবং সংবিধান শুধু সংশোধন করলেই চলবে না, সামগ্রিকভাবে রাষ্ট্রের ক্ষমতাকাঠামো তথা রাষ্ট্র সংস্কার করতে হবে।
আমরা আগামী ৭ই জানুয়ারী, ২০২২ এ কীভাবে সেই সংস্কার করা সম্ভব তার রূপরেখা জাতির সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবো এবং এরপর থেকে আমরা এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য আপনাদের সাথে নিয়ে মাঠে ময়দানে সক্রিয় থাকবো।
আমাদের রাজনৈতিক প্রস্তাবের সাথে যারা একমত তাদেরকে সাধ্যমত সমর্থন, সহযেগিতা, অংশগ্রহণ, দায়িত্বপালন এবং নেতৃত্ব গ্রহণে এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানাই।