আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজকের দিনে। মহীয়সী বেগম রোকেয়া ছিলেন এই বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা।
তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। জীবদ্দশায় তিনি সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাসে। সমাজের নানান বাধা-বিপত্তি সত্ত্বেও তিনি থেমে যাননি। এই লড়াই তিনি চালিয়ে গেছেন আমৃত্যু। তার লড়াই দিকনির্দেশনা হিসেবে আজও আমাদের সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কর্ম স্মরণীয় হয়ে রয়েছে।
বেগম রোকেয়ার লড়াইয়ের শিক্ষা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। তার দেখানো পথে আমরা নারী-পুরুষ প্রত্যেকেই একে অপরকে সমান মর্যাদা ও অধিকার দিতে শিখি। সেই পথ ধরেই প্রতিষ্ঠা পাক সাম্য, মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ।