ফুলবাড়ি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা

 

ফুলবাড়ী চুক্তি
ফুলবাড়ীর শহীদদের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের শ্রদ্ধা

 

২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী। এরপর ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। সত্যিকার অর্থেই যার ঘরে যা ছিল তাই নিয়ে বেড়িয়ে এসেছিলেন নারীরা। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট বিএনপি সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় ফুলবাড়ীতে গিয়ে জনসমাবেশে বলেছিলেন, ‘বিএনপি সরকার চুক্তি বাস্তবায়ন না করলে পরিণতি হবে ভয়াবহ।” তৃতীয় টার্মে প্রধানমন্ত্রী হলেও তিনিও চুক্তি বাস্তবায়ন করেননি। নাম বদলে আজও বহাল তবিয়তে আছে এশিয়া এনার্জি। জনগণের সম্পদ লুটের ষড়যন্ত্রও থেমে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *