প্রেস বিজ্ঞপ্তি

শোকবার্তা

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া দুইদেশের সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছাকাছি ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে উভয় দেশে ব্যাপকভাবে ভূমিধস ও ঘর–বাড়ি বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে হতাহত সহ আক্রান্ত মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমরা ক্ষতিগ্রস্ত তার্কিশ ও সিরিয়ানদের সঙ্গে সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে।

প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারো নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের জনগণের পক্ষে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি এই দুঃসময়ে গভীর সহানুভুতি জানাচ্ছে এবং নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছে। সেইসাথে হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছে।

বার্তা প্রেরক
সৈয়দ হাসিবউদ্দীন হোসেন
মিডিয়া ও প্রচার সমন্বয়ক
জাতীয় নির্বাহী কমিটি,
রাষ্ট্র সংস্কার আন্দোলন।
যোগাযোগ: 01755557220

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *